ধর্ষণ অভিযোগকারীর পক্ষে থাকবেন হাকিমির স্ত্রী

পিএসজির তারকা ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপের সতীর্থ-বন্ধু আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন ২৪ বর্ষী এক নারী। অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তও চলছে ফ্রান্সে। এমন বাস্তবতায় হাকিমির স্ত্রী হিবা আবুক জানালেন, তিনি সমর্থন দেবেন ভুক্তভোগীকে।

হাকিমির স্ত্রী ইনস্টাগ্রামে করা পোস্টে জানান, বর্তমানে আর হাকিমির সঙ্গে থাকছেন না। বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় মধ্যে রয়েছেন। যদিও হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা।

সেই পোস্টে হাকিমির স্ত্রী ধর্ষণের ঘটনাকে ‘লজ্জার’ উল্লেখ করেন। হিবা বলেছেন, ‘এই ধাক্কা হজম করার জন্য আরও সময় দরকার। এটা বলার অপেক্ষা রাখে না যে, সবসময় ভুক্তভোগীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তাই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে, আমরা কেবল ন্যায়বিচারের উপর আস্থা রাখতে চাই।’

ধর্ষণের অভিযোগের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে পিএসজি স্কোয়াডের থাকা নিয়ে শঙ্কা জেগেছিল হাকিমির। সবকিছু ছাপিয়ে সেই ম্যাচে অবশ্য খেলেছিলেন এ রাইটব্যাক। গত রোববার ব্রাজিলের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও মরক্কোর হয়ে মাঠে নামেন ২৪ বর্ষী হাকিমি।

অভিযোগকারী বলেছেন, ‘ছুটি কাটাতে হাকিমির পরিবার প্যারিসের বাড়িতে না থাকায়, সেই সুযোগে ফাঁকা বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। পরে তিনি শারীরিক মিলনে অসম্মতি জানালে মারধর ও ধর্ষণ করা হয়।’ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেই মূলত সেই নারীর সঙ্গে পরিচয় হাকিমির।

হাকিমির আইনজীবী ফ্যানি কলিন গতমাসে বিবৃতিতে লা প্যারিসিয়ানকে জানায়, ‘হাকিমি কোন ভুল করেননি। অভিযোগগুলো মিথ্যা। তিনি খুবই শান্ত স্বভাবের এবং ন্যায়বিচারের জন্য লড়ে যাবেন।’

আশরাফধর্ষণপিএসজিমরক্কোলিড স্পোর্টসহাকিমি