মার্টিনেজের সেই উদযাপনে এবার সঙ্গী সতীর্থরা

কাতারে বিশ্বকাপ জিতে শিরোপা উঁচিয়ে ধরার আগে বিশেষ এক উদযাপন করে সমালোচনার মুখে পড়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। বিশ্বকাপের পর অনেক আলোচনা-সমালোচনা হয়েছে তার সেই উদযাপন নিয়ে। একসময় বলেছিলেন, ‘এমন ভুল মানুষ একবারই করে।’ দ্বিতীয়বার হবে না বললেও আবারও সেই ভঙ্গীতেই উদযাপন করেছেন ৩০ বর্ষী মার্টিনেজ। সঙ্গী হয়েছেন কয়েকজন সতীর্থও।

শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ঘরের মাঠ এল মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিপক্ষে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে মেসি-ডি মারিয়ারা মূলত মেতে ওঠেন বিশ্বকাপ জয়ের আনন্দ দেশের মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে। ম্যাচটিও ২-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

কাতারে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভস পুরস্কার হাতে তুলেছিলেন মার্টিনেজ। সেই পুরস্কারের গ্লাভসটি হাতে নিয়ে যে ভঙ্গীতে উদযাপন করেছিলেন, পানামা ম্যাচের পর ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনেও করেছেন একই ভঙ্গী।

যদিও সপ্তাহ দুই আগে সাক্ষাৎকারে মার্টিনেজ বলেছিলেন, বিশ্বকাপের মঞ্চে ওরকম উদযাপন ছিল নিছক মূর্খতা। এমনকি অধিনায়ক লিওনেল মেসি এ বিষয়ে অ্যাস্টন ভিলার গোলরক্ষককে সতর্ক করলেও উদযাপন ভঙ্গীর পুনরাবৃত্তি করেছিলেন মার্টিনেজ। আবারও সেই কাজটিই করলেন ফিফার বর্ষসেরা গোলরক্ষক।

উদযাপনটি করতে না চাইলেও নিজেকে বিরত রাখতে পারেননি ঘরের মাঠে। এবার মার্টিনেজের সঙ্গে যোগ দিয়েছেন কয়েকজন সতীর্থও। র্হেমান পেজ্জেলা, জেরোনিমো রুল্লি, গুইদো রদ্রিগেজ, মার্কোস অ্যাকুনারা সামিল হয়েছেন। বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি নিয়ে তারা মার্টিনেজের সঙ্গে তাল মিলিয়ে কোপা আমেরিকা ও বিশ্বকাপের মঞ্চের সেই ভঙ্গিতেই এক সারিতে দাঁড়িয়ে উদযাপন করেছেন। ঘরের মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শক অবশ্য হাততালি আর চিৎকারে বিষয়টি উপভোগের দৃষ্টিতেই নিয়েছেন।

আর্জেন্টিনাপানামামার্টিনেজমেসিলিড স্পোর্টস