বার্সার অপেক্ষায় ক্লান্ত হয়ে জুভেন্টাসেই যাচ্ছেন ডি মারিয়া?

রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে পিএসজিতে থিতু হয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গত মৌসুম শেষে ছেড়েছেন প্যারিসও। এবার মনের গহীনে বাসনা, স্বদেশি কিংবদন্তি লিওনেল মেসির বেড়ে ওঠা বার্সার জার্সি গায়ে জড়ানোর। বার্সারও আগ্রহ আছে। কিন্তু অপেক্ষা যেন ফুরোচ্ছেই না। উল্টো দলবদল শেষ হওয়ার পথে। ক্লান্ত হয়ে তাই জুভেন্টাসে যাওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন ডি মারিয়া।

২০১৫ সালে রেড ডেভিল ডেরা ছেড়ে প্যারিসে পা রেখেছিলেন আর্জেন্টাইন উইঙ্গার। গেল মৌসুমে পিএসজিতে ভালোই কাটিয়েছেন। তারপর বিচ্ছেদ! লা প্যারিসিয়ানদের হয়ে ১৯৭ বার মাঠে নেমে ৫৬ গোল করেছেন ৩৪ বর্ষী তারকা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

অর্থনৈতিক অনিশ্চয়তায় চড়া মূল্যের বায়ার্ন মিউনিখ তারকা রবার্ট লেভান্ডোভস্কির বদলে ডি মারিয়ায় আস্থা খুঁজতে চান জাভি হার্নান্দেজ, এমন খবর ছিল স্প্যানিশ সংবাদ মাধ্যমজুড়ে। আশায় বুক বেধে ছিলেন ডি মারিয়াও।

এদিকে বরাবরের মতোই দেখেশুনে পা ফেলছেন জাভি। লেভাকে পাওয়ার আশাতেই পড়ে আছেন এখনো। পারিশ্রমিক কিছুটা কমিয়ে বার্সায় আসতে উন্মুখ পোলিশ তারকা। অবশ্য বায়ার্নে আরও দু’বছর চুক্তি রয়েছে তার। তাই দরকষাকষি যা করার বায়ার্নের সাথেই করতে হবে জাভির।

তাতে সময় লাগছে। অন্যদিকে সময় ফুরোচ্ছে ডি মারিয়ার। বছরের শেষে বিশ্বকাপ। আর্জেন্টিনা দলে জায়গা পেতে খেলার বাইরে থাকা যাবে না, একদিন আগেই তিনি জানিয়েছেন সেই চিন্তার কথা।

কিন্তু বার্সায় ডাক পাওয়ার যে আশায় বসে আছেন, সেটিরও গেরো খুলছে না। বার্সার লেভা-প্রীতি জানা আছে ডি মারিয়ার। জুভেন্টাসও মেনে নিয়েছে ডি মারিয়ার চাওয়া। বার্ষিক ৬ মিলিয়ন ইউরো পারিশ্রমিকে একবছরের চুক্তিতে জুভরা কথা প্রায় চূড়ান্ত করে ফেলেছে। কাগজে-কলমের কাজ যদিও বাকি। কিন্তু সই করতে বিলম্ব করছেন ডি মারিয়া, হয়ত এখনও আশায় আছেন বার্সার।

আর্জেন্টিনাজাভিডি মারিয়াপিএসজিবার্সালিড স্পোর্টস