কিছুটা চাপে থাকলেও বড় কোন সংকট দেখছে না সরকার

বৈশ্বিক কারণে অর্থনীতি কিছুটা চাপে থাকলেও সরকার বড় কোনো সঙ্কট দেখছে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এবং প্রতিমন্ত্রী। একনেক বৈঠক শেষে তারা বলেছেন, সরকারের নীতি সিদ্ধান্ত ঠিক পথেই আছে। সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আইএমএফ এর দেওয়া শর্তের বিষয়েও কোনো চাপ বোধ করছেন না বলেও জানান তারা। কমতে থাকা বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভের হিসাব নিয়ে প্রশ্ন তোলার বিষয়ে তারা বলেন, আইএমএফ যা খুশি বলে যাক, সিদ্ধান্ত নেবে সরকার।

বিজ্ঞাপন

আইএমএফএকনেক বৈঠকপরিকল্পনা মন্ত্রীবিদেশি মুদ্রার রিজার্ভ