লিওনেল মেসির পরের গন্তব্য কোথায়, তা এখনও অনিশ্চিত। বাতাসে ভাসছে, সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন। আলোচনা জোরাল হয়েছে সৌদি ক্লাব আল হিলালকে ২০২৪ পর্যন্ত আলোচনা স্থগিত রাখার অনুরোধ করার। এবার এলো নতুন খবর, বার্সায় ফেরার জন্য মেসিকে ঠেলছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো।
২০২১ সালের জুনে প্যারিসে স্ত্রী-সন্তানদের নিয়ে পাড়ি জমিয়েছিলেন মেসি। সেখানে লড়াই করে বসবাস করেছেন মেসির স্ত্রী-সন্তানরা। সন্তানদের একজন দুবছরেও প্যারিসের পরিবেশে মানিয়ে নিতে পারেননি বলে খবর এসেছিল। তাই রোকুজ্জো চাচ্ছেন, মেসি বার্সেলোনায় ফিরুক।
মেসির প্রত্যাবর্তনে বাধা হওয়ার সম্ভাবনা ছিল লা লিগার আর্থিক ফেয়ার প্লে নীতি। সেই মেঘ কেটেছে। মেসিকে ফেরাতে বার্সেলোনাকে সবুজ সংকেত দিয়েছে লিগ কর্তৃপক্ষ।
সোমবার বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন মেসির বাবা হোর্হে মেসি। বৈঠকের পর বলেছেন, ‘লিও বার্সেলোনায় ফিরতে চায় এবং আমি তাকে বার্সেলোনায় দেখতে চাই। আমি বলতে পারি যে আমরা আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। শীঘ্রই মেসির ভবিষ্যৎ জানতে পারবেন।’
বিজ্ঞাপন