যে কারণে ইন্টার মিয়ামি বেছে নিলেন মেসি

সাবেক ক্লাব বার্সেলোনা কিংবা সৌদি আরবের ক্লাব আল হিলাল নয়, লিওনেল মেসির পরবর্তী ঠিকানা আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি। ক্লাবটিতে যোগ দেয়ার কথা ইতিমধ্যে জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। পরিষ্কার করে জানিয়েছেন, কেনো যাচ্ছেন না ন্যু ক্যাম্পে।

ক্যারিয়ারের দীর্ঘ সময় বার্সাতে কাটালেও শেষটা ভালো ছিল না মেসির। পরিস্থিতি এক পর্যায়ে এমন দাঁড়ায়, বাধ্য হয়েই স্পেন ছাড়তে হয়েছিল। ফের বার্সাতে ফেরার একটা সুযোগ ছিল। সেটি ব্যাটে-বলে মিলল না। মেসি যা নিয়ে বললেন, ‘আমি সত্যিই বার্সায় ফিরতে চেয়েছিলাম। এই ব্যাপারে আগ্রহী ছিলাম, কিন্তু বার্সা ছাড়ার সময় আমার যে অভিজ্ঞতা হয়েছিল, তা আমি নতুন করে আবারও অনুভব করেছি। ভবিষ্যতে আমি আবারও একই পরিস্থিতির সম্মুখীন হতে চাই না। আমার ভবিষ্যৎ অন্যকারো হাতে ছেড়ে দিতে চাই না।’

‘যদিও আমি শুনেছি যে, লা লিগা আমার ফিরে আসার ব্যাপারে বার্সার আর্থিক পরিস্থিতির সবকিছুই মেনে নিয়েছে। ওখানে ফিরে যাওয়ার বিষয়ে সব এখন ঠিকঠাকও নাকি আছে। কিন্তু এখনও বেশকিছু বিষয়ের উপর বার্সায় প্রত্যাবর্তন নির্ভর করছিল। শুনেছি যে বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হতো। এমনকি খেলোয়াড়দের নাকি বলা হয়েছে বেতন কম নিতে। সত্যি কথা বলতে এসবের মধ্য দিয়ে আমি যেতে চাই না।’

৩৫ বর্ষী মেসি শেষে ইন্টার মিয়ামিতে যোগ দেয়া প্রসঙ্গে বলেছেন, ‘ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার সিদ্ধান্তই আমি নিয়েছি। তবে চুক্তির সব কাজ এখনও শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় বাকি আছে, কিন্তু আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বার্সেলোনায় না হলে আমি ইউরোপ ছেড়ে যেতে চেয়েছিলাম। নিজেকে স্পটলাইটের বাইরে রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলাম। ইউরোপের অন্যান্য ক্লাব থেকেও আমি প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সেগুলোর ব্যাপারে আগ্রহ দেখাইনি। আমার ইচ্ছা ছিল কেবল বার্সেলোনাতেই যাওয়ার।’

বিজ্ঞাপন

আল হিলালইন্টার মিয়ামিবার্সেলোনামেসিলা লিগালিড স্পোর্টস