দুঃসময় পেরিয়ে আবারও স্বপ্নের ঠিকানায় ‘টাইগার মিলন’

চার বছর পর বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা ওড়াবেন টাইগার মিলন। এশিয়া কাপ ও বিশ্বকাপে তার পাশে থাকছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। লাল-সবুজের পতাকা হাতে ডোরাকাটা বাঘ সেজে স্টেডিয়ামে সরব থাকতেন টাইগার মিলন। দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে আইসিসি ইভেন্টেও দেখা যেত তার হুংকার। মাঠের জায়ান্ট স্ক্রিনে ভেসে বেড়াত সেই ছবি। টাইগার ক্রিকেটের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত ফাহিমুল হক মিলন এশিয়া কাপ দিয়ে আবারও ফিরছেন গ্যালারিতে।

বিজ্ঞাপন

টাইগার মিলন