এক মামলায় জামিন পেয়ে আরেক মামলায় কারাগারে ইমরান খান

দুর্নীতির মামলার সাজা স্থগিত করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গতকাল জামিনে মুক্তি দেয় পাকিস্তানের আদালত। কিন্তু এর পরপরই আরেকটি মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের জন্য এই মামলায় আরও ২ সপ্তাহ কারাগারে থাকতে হবে তাকে।

এনডিটিভি জানিয়েছে, আজ (৩০ আগস্ট) বুধবার সাইফার মামলার শুনানিতে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত মুহাম্মদ জুলকারনাইন।

এছাড়াও আজ রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের জন্য সাইফার মামলায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের জামিনের আবেদন খারিজ করা হয়। বিশেষ আদালতের বিচারক আবুল জুলকারনাইন জামিনের আবেদন মঞ্জুর করলে তবেই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

সাইফার মামলা কী?
২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে সরিয়ে দেওয়ার পিছনে যুক্তরাষ্ট্রের হাত আছে বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন এবং জনসম্মুখে তা প্রদর্শনও করেন। বলা হচ্ছে সেই নথিটি একটি রাষ্ট্রীয় গোপন নথি, যা প্রকাশ করা নিষিদ্ধ। বিষয়টি নিয়েই ইমরান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও তার দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন কিছু নয়।

বিজ্ঞাপন

ইমরান খানপাকিস্তানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপিটিআই