রিজার্ভ ডে-তে গড়ালো ভারত-পাকিস্তান মহারণ

এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা ছিল। যেজন্য ম্যাচটির জন্য রিজার্ভ ডে সংযোজন করা হয় হুট করেই। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এসে হাজির সেই বৃষ্টিও। বৃষ্টির হানায় ভেস্তে গেছে মহারণ। ফলে লড়াই গড়িয়েছে রিজার্ভ ডে-তে। 

সোমবার রিজার্ভ ডে-তে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় গড়াবে ভারত-পাকিস্তান মহারণ। বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছিল ভারত। সেখান থেকেই শুরু হবে ম্যাচ। বিরাট কোহলি (৮) ও লোকেশ রাহুল (১৭) শুরু করবেন ভারতের ইনিংস। তবে সেদিনও বৃষ্টির সম্ভাবনা বেশি।

রোববার স্থানীয় সময় ৪টা ৫২মিনিটে বৃষ্টি হানা দেয় মাঠে। মুষলধারে বৃষ্টি হয় প্রায় দুইঘণ্টা। বৃষ্টি থামার পর লড়াইয়ে ফেরার জন্য মাঠ প্রস্তুতে লেগে পড়েন গ্রাউন্ড স্টাফরা। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার ফলে প্রায় খেলার উপযুক্ত হয় মাঠ। ধারণা করা হয়েছিল, স্থানীয় সময় রাত নয়টা থেকে ফের গড়াবে লড়াই। তবে ৮টা ৪০মিনিটে ফের হানা দেয় বৃষ্টি। পরে মহারণ স্থগিত করে রিজার্ভ ডে-তে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। পাওয়ার প্লে-তে সিদ্ধান্তের সঠিকতা প্রমাণ করতে পারেননি না কোনো পেসারই। সাথে ছিল পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের মহড়া।

ব্যাটে নেমে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে ঝড় তোলে ভারত। ডানহাতি দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল পাত্তাই দেননি পেসার শাহিন আফ্রিদি, নাসিম ও ফাহিম আশরাফকে। চার-ছয়ের ফুলঝুরিতে ১৩ ওভার ২ বলে দলীয় শতরান পূর্ণ করেন ভারত।

ক্যারিয়ারে ৮ম ফিফটি তুলে নেন ২৪ বর্ষী গিল। ৩৭ বলে ফিফটি করার পথে বাউন্ডারি মেরেছেন ৪টি। থেমে ছিলেন না রোহিত শর্মাও। ভারত অধিনায়ক প্রথম ওভারে ছক্কা মেরে রানের খাতা খোলেন। দেখেশুনে খেলতে থাকা রোহিত ১৩তম ওভারে এসে শাদাব খানের বলে দুটি ছক্কা হাঁকান। ৪২ বলে শাদাবকে আরও একটি ছক্কা হাঁকিয়ে ফিফটি তুলে নেন।

১৬.৪ ওভারে প্রথম সাফল্যের দেখা পায় পাকিস্তান। রোহিত শর্মাকে ফাহিম আশরাফের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করে ফেরেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে দ্বিতীয় আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। আঘা সালমানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন শুভমন গিল। ৫২ বলে ৫৮ রান করে যান।

বিজ্ঞাপন

আফ্রিদিএশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কোহলিগিলনাসিমপাকিস্তানবাবররিজার্ভ ডেলিড স্পোর্টস