আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্পে ৩২ ফুটবলার

আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে আসন্ন ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দুটিকে সামনে রেখে ক্যাম্পের জন্য ৩২ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন লাল-সবুজের দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা।

শনিবার বাফুফে ভবনে ঘোষিত দলে নতুন মুখ শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু। আফগানদের বিপক্ষে ম্যাচ দুটি ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে বলে জানিয়েছেন বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।

জাতীয় দলের আবাসিক ক্যাম্প ২০ আগস্ট ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে শুরু হবে। পরদিন ২১ আগস্ট বিকাল ৫টায় কিংস অ্যারেনায় ফুটবলাররা করবে অনুশীলন।

গত ১৫ অগাস্ট এএফসি চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ খেলা কিংসের খেলোয়াড়রা ২৫ আগস্ট যোগ দেবেন। আর আগামী ২২ আগস্ট এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে আবাহনীর ম্যাচ থাকায় তাদের খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দেবেন ২৭ আগস্ট।

৩২ সদস্যের প্রাথমিক দল:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল ইসলাম, মিতুল মারমা ও পাপু হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারেক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইসা ফয়সাল ও মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজিব, সারওয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।

বিজ্ঞাপন

আফগানিস্তানক্যাবরেরাদলফিফাবাফুফেবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস