সাকিব আল হাসান , মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের অ্যাসাইমেন্টে থাকায় মোহামেডানের হয়ে নামতে পারেননি আবাহনীর বিপক্ষে ঐতিহ্যের লড়াইয়ে। তারপরও তীব্র লড়াই করেছে ক্লাবটি। মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ের আশা জাগিয়ে হেরেছে ৮ রানে। রোমাঞ্চ ছড়িয়ে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আবাহনী।
২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আড়াইশ পূর্ণ করে। মাহিদুল ইসলাম অঙ্কন সেঞ্চুরির কাছে গিয়ে (৮৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিফটি (৫৪) পেরিয়ে আউট হওয়া পরও লড়াইয়ে ছিল দলটি। আরিফুল হক ১৪ বলে তিন ছক্কায় ২৬ রান তুলে আশা জাগান। রান আউট হওয়ার পর আবাহনীর দিকে হেলে পড়ে ম্যাচের ভাগ্য।
তবে বাড়ে বলের সঙ্গে রানের ব্যবধান। শেষের ব্যাটাররা মেরে খেলতে না পারায় আবাহনীর কাছে আরও একবার হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন শুভাগত হোম চৌধুরী।
ব্যাট হাতে ৭০ বলে ৬৩ রানের আক্রমনাত্মক ইনিংসের পর ৮ ওভারে ৫১ রানে ৪ উইকেট দখল করে ক্যারিয়ারের অন্যতম সেরা অলরাউন্ড পারফরমেন্স উপহার দিয়ে ম্যাচ সেরা হন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে জাকের আলী অনিক (৬৩) ও মোসাদ্দেকের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে আবাহনী। মোহামেডানের মুশফিক হাসান ও শুভাগত নেন দুটি করে উইকেট।
আসরের সুপার লিগের প্রথম ম্যাচে তীব্র লড়াইয়ের পর পাওয়া জয়ে শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী। রাউন্ড রবিন লিগ ও সুপার লিগ মিলিয়ে ১২ ম্যাচে ১১ নম্বর জয়ে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন দলটির পয়েন্ট ২২। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
বিজ্ঞাপন