আবাহনী-মোহামেডান ম্যাচ ঘিরে খানিকটা উন্মাদনা থাকে প্রতি বছরই। তবে মাঠের খেলায় উত্তাপ দেখা যায় না তেমনটা, আবাহনীর কাছে মোহামেডানের ক্রমাগত হারের ফলে। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে প্রথম রাউন্ডে মুখোমুখি দেখাতেও হেরেছে সাদা-কালোরা। জয়খরা কাটাতে সুপার লিগের ম্যাচে আবাহনীর মুখোমুখি হচ্ছে দলটি। সোমবার সকাল ৯টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে দুই দলের লড়াই।
এক সময় মোহামেডান ও আবাহনীর লড়াই মানেই ছিল টান টান উত্তেজনা। কালক্রমে সে আমেজ আর নেই। রয়েছে গেছে কেবল ঐতিহ্যটাই। সেই ঐতিহ্যের লড়াইয়ে নামছে মোসাদ্দেক হোসেন সৈকত ও ইমরুর কায়েসের দল।
জাতীয় দলের ক্রিকেটাররা থাকতে পারছেন না, রাতেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডের পথে রওনা হবে বাংলাদেশ দল।
মিরপুুরে সুপার লিগের শুরুর রাউন্ডেই মুখোমুখি হচ্ছে ঢাকার চিরপ্রতিদ্বন্দি দুই ক্লাব আবাহনী-মোহামেডান। ১২ দল নিয়ে আসর শুরু হলেও সুপার লিগে লড়বে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় ক্লাব। তিন মাঠে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
মে মাসে বৃষ্টির শঙ্কা থাকায় রাখা হয়েছে রিজার্ভ ডে। আর প্রতিটি ম্যাচের পর থাকছে একদিন করে রেস্ট ডে।
প্রথম রাউন্ডে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল মুখোমুখি হবে গাজী গ্রুপের। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক খেলবে রূপগঞ্জের বিপক্ষে। আর শের-ই-বাংলা স্টেডিয়ামে লড়বে আবাহনী-মোহামেডান।
বিজ্ঞাপন