দুই শিশুসহ এক দম্পতি ও তিন কুকুরকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরতলির একটি বাড়িতে এক দম্পতি এবং তাদের দুই সন্তানসহ তিনটি কুকুরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে রোমিওভিল পুলিশ সদস্যরা তাদের বাসা থেকে মৃতদেহগুলো উদ্ধার করে। তাদের আত্নীয়রা ফোনে তাদের কোন সাড়া না পেয়ে পুলিশকে জানালে পুলিশ তাদের বাসায় যায়।

পুলিশ জানিয়েছে, আলবার্তো রোলন ও জোরাইদা বার্তোলোমি নামের ওই দম্পতির দুই সন্তান হলেন অ্যাড্রিয়েল (১০) এবং ডিয়েগো (৭)। তাদের ৪ জন এবং পোষা কুকুর তিনটিকে শনিবার রাত এবং রোববার ভোরের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোমিওভিল পুলিশের ডেপুটি চিফ ক্রিস বার্ন বলেছেন, এটি আত্মহত্যা নয়। আমরা এটিকে একটি হত্যার ঘটনা হিসেবেই তদন্ত করছি। আমাদের গোয়েন্দারা প্রমাণ সংগ্রহ করতে কাজ করছে।

বিজ্ঞাপন

কুকুরগুলিযুক্তরাষ্ট্রহত্যা