আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে ‘হাসিনা: আ ডটারস টেল’

এবার দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের দর্শক দেখতে পারছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’।

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।

২০১৮ সালের ১৬ নভেম্বর প্রামাণ্যচিত্রটি সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় ‘হাসিনা: আ ডটারস টেল’।

দর্শকের চাহিদার কথা বিবেচনায় এনে প্রামাণ্যচিত্রটি পরে টেলিভিশনেও সম্প্রচার করা হয়। একাধিকবার দেখানো হয় চ্যানেল আইয়ের পর্দায়। সেই ধারাবাহিকতায় এবার প্রমাণ্যচিত্রটি মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।

এই ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।

বিজ্ঞাপন

আইস্ক্রিনডটার’স টেলপিপলু আর খানলিড বিনোদনহাসিনা