এবার দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের দর্শক দেখতে পারছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপেলবক্স ফিল্মস-এর যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রেজাউর রহমান খান পিপলু।
২০১৮ সালের ১৬ নভেম্বর প্রামাণ্যচিত্রটি সারা দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত ও প্রশংসিত হয় ‘হাসিনা: আ ডটারস টেল’।
দর্শকের চাহিদার কথা বিবেচনায় এনে প্রামাণ্যচিত্রটি পরে টেলিভিশনেও সম্প্রচার করা হয়। একাধিকবার দেখানো হয় চ্যানেল আইয়ের পর্দায়। সেই ধারাবাহিকতায় এবার প্রমাণ্যচিত্রটি মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
এই ডকু-ফিকশনের কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।
বিজ্ঞাপন