চোটের কারণে দুই ম্যাচ খেলতে পারেননি। তাই পিছিয়ে পড়েছিলেন বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহের লড়াই থেকে। মাঠে ফিরে আবারও ব্যাট হাতে ঝলক দেখালেন তৌহিদ হৃদয়। শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৭ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সিলেট স্ট্রাইকার্স ওপেনার।
খুলনা টাইগার্সের বিপক্ষে আগের ম্যাচে করেন ৪৯ বলে ৭৪ রান। ধারাবাহিকতা দেখিয়ে সবাইকে পেছনে ফেলে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন হৃদয়।
৯ ম্যাচে ব্যাট থেকে এসেছে ৩৭৩ রান। একই দলের নাজমুল হোসেন শান্ত ১১ ম্যাচে করেছেন ৩৭১ রান।
তৌহিদ হৃদয় ও মুশফিকুর রহিমের ফিফটিতে (৩৫ বলে ৫৫*) রংপুরের বিপক্ষে আগে ব্যাট করে ২ উইকেটে ১৭০ রান তুলেছে সিলেট।
শের-ই-বাংলা স্টেডিয়ামে ৫৮ বলে ১২১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন হৃদয় ও মুশফিক। রংপুরের হাসান মাহমুদ ও মেহেদী হাসান নেন একটি করে উইকেট।
বিজ্ঞাপন