দেশব্যাপী তীব্র দাবদাহের কারণে হাসফাঁস অবস্থা সবার। এই গরমের মাঝেও চলছে মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ৫০ ওভারের ম্যাচ খেলার পর বাংলাদেশ ইমার্জিং দলের ১৪ জন ক্রিকেটারকে সামনের টি-টুয়েন্টি আসরের জন্য প্রস্তুত করতে হচ্ছে অনুশীলন ক্যাম্পও।
লতা মণ্ডলের নেতৃত্বে ইমার্জিং টিমস এশিয়া কাপ খেলতে আগামী ১০ জুন হংকং যাবে বাংলাদেশ দল। ১৪ সদস্যের স্কোয়াডে অধিকাংশ পরিচিত মুখ, জাতীয় দলের সদস্য। ডিপিএলের ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ক্রিকেটারও তারা।
বাধ্য হয়েই সারাদিন ম্যাচের পর আবার প্রস্তুত হতে হচ্ছে টি-টুয়েন্টি চ্যালেঞ্জের জন্য। ১ জুন থেকে বিকেএসপিতে চলছে ইমার্জিং দলের ক্যাম্প। জাতীয় দলের প্রধান কোচ হাসান তিলকারত্নের অধীনে চলছে অনুশীলন। অন্য কোচিংস্টাফের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া ফিজিক্যাল পারফরম্যান্স কোচ ইয়ান ডুরান্টও কাজ শুরু করেছেন ইমার্জিং দলের সঙ্গে।
ডিপিএলের তিনটি ভেন্যুর দুটি মাঠই বিকেএসপিতে। ম্যাচ খেলে ক্যাম্পে যোগ দিতে ভ্রমণের ধকল সামলাতে না হলেও এই গরমে ডাবল খাটুনিতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না।
ডিপিএল ও ক্যাম্প দুটোরই আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইং। প্রতি মৌসুমেই ছেলেদের ডিপিএল শেষ হলে মেয়েদের আসর মাঠে গড়ায়। গরমে অস্বস্তি কিংবা বৃষ্টিতে ম্যাচ পণ্ড এই বাস্তবতা নিয়েই চলছে। এবার ইমার্জিং এশিয়া কাপের সঙ্গে ডিপিএলের সূচি সাংঘর্ষিক হওয়ায় ঘাম ছুটছে লতা-হ্যাপিদের।
বিজ্ঞাপন