সাভারে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৫ জনের মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একাধিক জায়গা থেকে স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ও সোমবার সকালে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাতে আশুলিয়ার কুরগাঁও এলাকায় স্বামী ও স্ত্রী বিষ খেয়ে বাড়ির সামনে পড়ে থাকলে স্থানীয়রা স্ত্রীকে চিকিৎসার জন্য আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে ও স্বামীকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। কী কারণে তারা আত্মহত্যা করেছে, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

অপরদিকে আশুলিয়ার জামগড়া থেকে এক পুরুষ ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও সাভারের বলিয়ারপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে বলেও জানানো হয়।

বিজ্ঞাপন

সাভার