২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারিখ ঘোষণা

নতুন বছর আসতে এখনও প্রায় দুই মাস! এরইমধ্যে জানা গেলো কবে বসতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসর! মঙ্গলবার (২৬ অক্টোবর) অফিশিয়াল পোস্টার প্রকাশের পাশাপাশি উদ্যোক্তারা জানালেন উৎসব শুরুর তারিখ।

বরাবরের মতো ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানই থাকছে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। উৎসবের অফিশিয়াল ফেসবুক থেকে জানানো হয়, আসছে ১৫ জানুয়ারি বসতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসর, শেষ হবে ২৩ জানুয়ারি।

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বরাবরের মতোই এবারের উৎসবেও এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্র প্রদর্শিত হবে।

তবে চলচ্চিত্র উৎসবে কোন কোন দেশের কতোগুলো চলচ্চিত্র এবার স্থান পাচ্ছে, কারা থাকছেন বিচারক- সবকিছু ধীরে ধীরে জানানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

অভিনয়চলচ্চিত্রঢাকাপোস্টারফেসবুকরেইনবো চলচ্চিত্র সংসদলিড বিনোদনসিনেমা