সরকারিভাবে গম সংগ্রহে চাঁপাইনবাবগঞ্জে নানা অনিয়ম

আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সরকারিভাবে গম সংগ্রহে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকের অভিযোগ, সাধারণ চাষীদের কাছ থেকে গম সংগ্রহ না করে ব্যাপারি ও দালালের মাধ্যমে গম সংগ্রহ করছে শিবগঞ্জ উপজেলা খাদ্য অধিদপ্তর।

নীতিমালা অনুযায়ী সাধারণ গম চাষীদের কাছ থেকে গম সংগ্রহ করার কথা। কিন্তু সাধারণ গম চাষীদের তালিকা না করে ব্যাপারি ও দালালের মাধ্যমে গম সংগ্রহ করা হচ্ছে।

কৃষকদের অভিযোগ, এমনকি পাশের জেলা নওগাঁ, নাটোর, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলা থেকে নিম্নমানের ও কমদামে গম কিনে এনে গুদামজাত করা হচ্ছে।

উপজেলার সকল ইউনিয়নে সাধারন কৃষকের কার্ড থাকলেও গম সংগ্রহের নামের তালিকা থেকে তাদের বাদ দেয়া হয়েছে। কৃষকের নামের তালিকা দেয়ার বিষয়টি কৃষি বিভাগের ওপর ন্যস্ত, জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে তাদের কাছ থেকে খাদ্য অধিদপ্তর কৃষকের নামের তালিকা নেয়নি। শিবগঞ্জ উপজেলায় ২৭ এপ্রিল থেকে গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

গমচাপাইনবাবগঞ্জ