চট্টগ্রামে তেলের ওয়াগন-কনটেইনার লরির সংঘর্ষে নিহত ১

চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকার সল্টগোলা ক্রসিংয়ে ফ্লাইওভারের নীচে একটি তেলবাহী ওয়াগনের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড গ্যাস ভর্তি লরির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোয়াজ্জেম হোসেন লাভলু (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ৮ জুন রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর হাইড্রোজেন পার-অক্সাইডবাহী কনটেনারের নিচে চাপা পড়ে লাভলু নামের ওই মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও গ্যাসভর্তি লরিটি দুমড়ে মুচড়ে যায়।

লাভলু নগরের পূর্ব মাদারবাড়ীস্থ হাজী আব্দুল গনি মিস্ত্রির বাড়ির অসি মিয়ার ছেলে। তিনি মোটরসাইকেলে রাইডশেয়ার করতেন। ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করেছে।

জানা যায়, দুর্ঘটনার কারণে দু’ঘণ্টার বেশি সময় বিমানবন্দর-পতেঙ্গা সড়কে যান চালাচল বন্ধ থাকে। রাত ১টার দিকে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা এবং প্রশাসনের লোকজন উদ্ধারযান এনে দুর্ঘটনা কবলিত লরিটি সরিয়ে নেয়। এরপর যানচলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রামতেলের ওয়াগন-কনটেইনার লরির সংঘর্ষদুর্ঘটনাসড়ক দুর্ঘটনা