৯০ লাখ টাকার টয়লেট

ভারতের মুম্বাইয়ের মেরিন ড্রাইভ সড়কের পাশে সাধারণ মানুষের জন্য ৯০ লাখ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব ব্যয়বহুল টয়লেট। 

এই টয়লেটে পানির অপচয় রোধ, সোলার প্যানেল ও ভ্যাকুয়াম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সোমবার ভারতের সাউদ মুম্বাইয়ের মেরিন ড্রাইভের পাশে ছয় ব্লকের এই উন্নতমানের টয়লেটটি উদ্বোধন করেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরে।

টয়লেটটির বিশেষত্ব হলো, সাধারণ টয়লেটে প্রতি ফ্লাশে যেখানে খরচ হয় ৮ লিটার পানি সেখানে এটাতে খরচ হবে মাত্র ৮০০ এমএল।

সকালে হাঁটতে আসা সাধারণের জন্য ও সাইকেলিস্টদের জন্য এ টয়লেট খুব উপকারে আসবে বলে জানিয়েছেন নিমার্তারা। টয়লেটটি ব্যবহারের তাদের কোনো খরচও গুণতে হবে না।