৫১৬ রান করে বিপিএল-সেরা শান্ত

দলকে চ্যাম্পিয়ন করাতে না পারলেও সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত পেয়েছেন বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরষ্কার। পুরো আসরে ১৫ ইনিংসে চার ফিফটিতে ৫১৬ রান করে তিনি পেয়েছেন ১০ লাখ টাকা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরস্কার ৫ লাখ টাকাও গেছে এ তরুণের পকেটে। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বৃহস্পতিবারের ফাইনালে ফিফটির সুবাদে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলের এক আসরে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন শান্ত। ৩৯.৬৯ গড় ও ১১৬.৮৪ স্ট্রাইক রেটে রান তুলেছেন। টুর্নামেন্টজুড়ে ছিল ধারাবাহিকতা।

স্থানীয় ও বিদেশি মিলিয়ে বিপিএলের এক আসরে ৫০০ স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজনই। ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন সাউথ আফ্রিকান মারকুটে ব্যাটার রাইলি রুশো।

বিপিএলের নবম আসরের সর্বোচ্চ উইকেট শিকারি চ্যাম্পিয়ন কুমিল্লার বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। ১২ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন মাত্র ৬.৩৬ রান। ফরচুন বরিশালের বিপক্ষে নেওয়া ৩৩ রানে ৪ উইকেট এবারের আসরে এ স্পিনারের সেরা বোলিং।

রংপুর রাইডার্সের পেসার হাসান মাহমুদও ১৭ উইকেট নিয়েছেন। তানভিরের চেয়ে দুই ম্যাচ বেশি খেলেছেন হাসান।

সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন রানার্স-আপ দলের মুশফিকুর রহিম। উইকেটের পেছনে ১৪টি ডিসমিসাল ছিল তার।

বিপিএল-২০২৩লিড স্পোর্টসশান্ত