২৭ বছরের গবেষণা ব্যর্থ, দেশি পাঙ্গাস পোনা উৎপাদন বন্ধ

চাঁদপুরে ২৭ বছরের গবেষণা ব্যর্থ হয়ে পুকুরে দেশি পাঙ্গাস পোনা উৎপাদন প্রকল্প বন্ধ হয়ে গেছে। কারণ হিসেবে স্থানীয় পরিবেশ ও পানি দূষণকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরের কয়েকটি পুকুরে ২৭ বছর ধরে দেশি পাঙ্গাসের পোনা উৎপাদনে গবেষণা করে আসছে। পোনা উৎপাদন ব্যর্থতায় ২০১৮ সালের জুলাই মাসে প্রকল্পের কার্যক্রম বন্ধ ঘোষণা হয়।

তবে মাঠ পর্যায়ের আংশিক সফলতার কথা জানিয়ে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আখেরি নাঈমা বলেছেন, পরিবেশ ও পানি দূষণ হওয়ায় উৎপাদিত পোনা বাঁচানো যাচ্ছে না।

অবশ্য ইনস্টিটিউটের ময়মনসিংহসহ কয়েকটি কেন্দ্রে নতুনভাবে আবার গবেষণা শুরু হওয়ায় সফলতা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের চাঁদপুর নদী কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাসুদ হোসেন খান।

চাঁদপুরমৎস্য গবেষণা ইনস্টিটিউট