১৪ বছর পর জ্যামাইকায় টেস্ট খেলবে বাংলাদেশ

জুলাই-আগস্টে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার সব ঠিক হয়েই ছিল, জানার ছিল দিনক্ষণ। সেটিও জানিয়ে দিল ক্যারিবীয় বোর্ড। আগামী ৪ জুলাই প্রথম টেস্ট দিয়ে সফর মাঠে গড়াবে দুদলের। খেলা অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে।

দুই টেস্ট সিরিজের দ্বিতীয়টি ১২ জুলাই। হবে জ্যামাইকায়, স্যাবিনা পার্কে ১৪ বছর পর টেস্ট খেলতে নামবে টাইগাররা। ২০০৪ সালের জুনে জ্যামাইকায় সাদা পোশাকে খেলে ইনিংস ও ৯৯ রানে হেরে মাঠ ছেড়েছিল সফরকারীরা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। অ্যান্টিগায় দুদিনের প্রস্তুতি ম্যাচে শুরু হবে সফর। গায়ানায় ২২ জুলাই শুরু ওয়ানডে সিরিজ। ২০০৭ সালের বিশ্বকাপে এখানে খেলেছিল টাইগাররা।

সেন্ট কিটসে ৩১ জুলাই হবে প্রথম টি-টুয়েন্টি। বাকি দুটি টি-টুয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্র উড়ে যাবে দুদল। ৪ ও ৫ আগস্ট লড়াই মার্কিনীদের ফ্লোরিডায়।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

প্রথম টেস্ট (৪-৮ জুলাই, অ্যান্টিগা)
দ্বিতীয় টেস্ট (১২-১৬ জুলাই, জ্যামাইকা)

প্রথম ওয়ানডে (২২ জুলাই, গায়ানা)
দ্বিতীয় ওয়ানডে (২৫ জুলাই, গায়ানা)
তৃতীয় ওয়ানডে (২৮ জুলাই, সেন্ট কিটস)

প্রথম টি-টুয়েন্টি (৩১ জুলাই, সেন্ট কিটস)
দ্বিতীয় টি-টুয়েন্টি ( ৪ আগস্ট, ফ্লোরিডা)
তৃতীয় টি-টুয়েন্টি (৫ অগাস্ট, ফ্লোরিডা)

লিড স্পোর্টস