১৪ বছরে চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাসে থাইকন্যা

মাত্র ১৪ বছর বয়সেই ইউরোপিয়ান পেশাদার থাইল্যান্ড গলফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন আথায়া থিতিকুল। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তিনি ১৪ বছরে পা দেন।  সবচেয়ে কম বয়সে পেশাদার ট্রফি জেতা খেলোয়াড় এখন থিতিকুল।

কম বয়সে চ্যাম্পিয়নশিপ জেতার আগের রেকর্ডটি ছিল কানাডার ব্রুক হেন্ডারসনের। ২০১২ সালে ১৪ বছর ৯ মাস তিনদিন বয়সে তিনি কানাডার উইমেন্স ট্যুর জেতেন।

এমন রেকর্ডের পর থিতিকুল বলেন, ‘এই অর্জনে আমি আপ্লুত। আমার ক্যারিয়ার সমৃদ্ধ হবে। এই ট্রফি আমি থাইল্যান্ডবাসীকে উৎসর্গ করছি।’

থিতিকুল ছোটবেলা থেকেই গলফ নিয়ে আছেন। ইতিমধ্যে থাইল্যান্ডের জাতীয় দলেও ডাক পেয়েছেন। ইতিহাস গড়ে পেশাদার ট্রফি জেতায় থাইল্যান্ড জাতীয় দলের পক্ষ থেকে থিতিকুলকে শুভেচ্ছা জানানো হয়েছে।

গলফ