১১১ মিলিয়নের বাইরে মার্টিনেজকে ছাড়বে না ইন্টার

আগামী মৌসুমে যেকরেই হোক ইন্টার মিলান থেকে আর্জেন্টাইন স্ট্রাইকার লৌতারো মার্টিনেজকে কিনতে চায় বার্সেলোনা, এটা পুরনো খবর। নতুন খবর, দলের উদীয়মান স্ট্রাইকারটিকে ছাড়তে ভীষণভাবে নারাজ ইন্টার। ইতালিয়ান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর পিয়েরো অজিও সোজা জানিয়ে দিয়েছেন, মার্টিনেজকে কিছুতেই বিক্রি করতে রাজী নন তারা।

যদি কিনতেই হয়, তাতে একভাবে মার্টিনেজকে কেনা সম্ভব বলেও জানিয়েছেন অজিও। সেক্ষেত্রে ২২ বছর বয়সী তারকার জন্য বেধে দেয়া ১১১ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজের পুরোটাই পরিশোধ করতে হবে বার্সাকে!

মার্টিনেজের জন্য ইন্টারের বেধে দেয়া ১১১ মিলিয়ন ইউরোর বাইআউট ক্লজ ৫ জুলাই শেষ হয়ে যাবে বলে জানাচ্ছে গোলডটকম। একইসঙ্গে বছরে ১০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাবও আছে বার্সার পক্ষ থেকে।

নিজেদের পছন্দের খেলোয়াড় কেনার মতো আর্থিক সক্ষমতা যদিও এই মৌসুমে নেই বার্সার। সেজন্য কয়েকজন খেলোয়াড়কে অদলবদল করে মার্টিনেজকে পেতে চাইছে ক্লাবটি। স্কাই ইতালিয়াকে সোজা ভাষায় অজিও জানিয়েছেন, এসব কিছুতেই কাজ হবে না।

‘মার্টিনেজের বিষয়ে যতটুকু জানি তা হল ওকে ইন্টার ছাড়তে হলে কেবল ওর বাইআউট ক্লজের পুরোটাই পরিশোধ করতে হবে। বাইআউট ক্লজের ব্যাপারে সবাই জানে, এখানে লুকোছাপা করার কিছু নেই।’

‘বাইআউটটা জুলাইয়ের শুরুর দিকে শেষ হয়ে যাবে। এই একভাবেই কেবল লৌতারোকে ইন্টার থেকে নিয়ে যাওয়া সম্ভব।’ অজিও যোগ করেছেন এটিও।

আর্জেন্টিনাইতালিইন্টারদলবদলবার্সামার্টিনেজমেসিস্পেন