হো চি মিনের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

ভিয়েতনামের নেতা হো চি মিনের জন্মবার্ষিকীতে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হো চি মিনের ১৩০ তম জন্মবার্ষিকীকে ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুগেইন জুয়ান ফুককে এই চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে করোনাভাইরাস মোকাবেলায় ভিয়েতনামের প্রশংসাও করেন তিনি। বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরাও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের দেশের মতো দেশগুলোর সঙ্গে অর্থনীতি সচল করার চেষ্টা করছি।

চিঠিতে বর্তমানে বাংলাদেশ ও ভিয়েতনামের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক গভীর ও বহুমুখী হয়েছে।

হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা। তিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী (১৯৪৬–১৯৫৫) এবং রাষ্ট্রপতির (১৯৪৫–১৯৬৯) পদে আসীন ছিলেন। তিনি ডেমোক্রাটিক রিপাবলিক অব ভিয়েতনামের প্রতিষ্ঠাতা।

ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ছিলেন তিনি। ১৯৪১ সালের পরবর্তী সময়ে তার নেতৃত্বেই সেখানে স্বাধীনতা সংগ্রাম বজায় থাকে। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি  ভিয়েত কং-এর নেতৃত্ব দান করেন। ১৮৯০ সালের ১৯ মে তিনি জন্মগ্রহণ করেন আর মৃত্যুবরণ করেন ১৯৬৯ সালের ৩ সেপ্টেম্বর।

চিঠিপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাহো চি মিন