হৃদরোগে হাসপাতালে লারা

ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা স্থিতিশীল আছে বলে নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

শেষ কয়েকমাস ধরেই মুম্বাইয়ে অবস্থান করছিলেন লারা। স্টার স্পোর্টসের হয়ে প্রথমে আইপিএল, পরে বিশ্বকাপে ধারাভাষ্য দেয়ার কাজ করছিলেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মঙ্গলবার সকালে হঠাৎ অস্বস্তি অনুভব হওয়ায় তাকে দ্রুতই গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসকরা জানিয়েছেন, হার্টে সামান্য সমস্যা আছে লারার।

হাসপাতালের অভ্যন্তরীণ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এখন সুস্থ আছেন ক্যারিবীয় ব্যাটিং কিংবদন্তি।

ভারত-আফগানিস্তান ম্যাচের ধারাভাষ্যের দায়িত্ব থেকে ছুটি নিয়েছিলেন লারা। তারপর যেতে হল হাসপাতালে। ২৭ জুন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিন আবারও ধারাভাষ্য কক্ষে দেখা যেতে পারে তাকে!

বিশ্বকাপ-২০১৯ব্রায়ান লারা