হাজীদের যেন কোন ধরনের বিড়ম্বনা না হয়: রাষ্ট্রপতি

মক্কা ও মদিনায় অবস্থানকালে বাংলাদেশি হাজীদের যেন কোন ধরণের বিড়ম্বনার স্বীকার হতে না হয় সে বিষয়টি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, মনে রাখবেন হজযাত্রীগণ কারো দয়া বা করুণার বিনিময়ে হজে যান না। বরং হজ যাত্রীদের মাধ্যমে আপনারা ব্যবসা করেন। তাই ব্যবসার নামে প্রতারণা করবেন না।

তিনি বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এখন থেকে কোন ব্যক্তি, এজেন্সি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পিছপা হবো না।

রাষ্ট্রপতি বলেন, হজ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত সরকারি কোন কর্মকর্তা ও কর্মচারীর দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা, অনিয়ম ও দুর্নীতি পরিলক্ষিত হলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।

রাষ্ট্রপতিহজযাত্রীহাজী