হাওরের সব বাঁধে নজরদারি বাড়াতে পরিকল্পনামন্ত্রীর আহ্বান

হাওরের সকল বাঁধে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার সকাল ১১টায় দেখার হাওরের ঝুঁকিপূর্ণ আসানমারা বেরিবাঁধ পরিদর্শনে এসে প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, জনপ্রতিনিধি ও কৃষকদের প্রতি এ আহ্বান জানান তিনি।

পরে তিনি শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার একাধিক হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা প্রকৃতির কাছে অসহায়। আগামী ৫-৭ দিন আমাদের হাওরের জন্য সংকটকাল। এ জন্য ফসল ঘরে তুলতে সবাইকে দ্রুত কাজ করতে হবে।

‘‘তবে হাওরের সব জায়গায় প্রাকৃতিক কারণেই স্থায়ী বাঁধ দেওয়া সম্ভব নয় । আমরা বাঁধ দেই যাতে পাহাড়ি ঢলের প্রাথমিক ধাক্কাটা সামলাতে পারি। আগামী বছরও আমরা বাঁধ দেব।’’

তিনি আরও বলেন, গত কয়েকদিন সুনামগঞ্জের কৃষকদের জন্য বিপজ্জনক ছিল। প্রথম ধাক্কা সামলানো গেছে। এই ধাক্কায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার এসব কৃষকদের পাশে দাঁড়াবে। ইতোমধ্যে সরকারি সহায়তা প্র্রশাসনের কাছে পৌঁছেছে।

এই সহায়তা দ্রুত প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ার ও নির্দেশ দিয়েছেন তিনি।

সুনামগঞ্জ