হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মস্থল ও স্কুল কলেজগামীরা। সকাল সাড়ে ৭টা নাগাদ দমকা হাওয়াসহ এ বৃষ্টি হয়েছে।

৩ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ঢাকা, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং বরিশালের কোথাও কোথাও অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃষ্টিরাজধানীসারাদেশহঠাৎ বৃষ্টি