স্বাভাবিক জীবনে ফিরতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে প্রশিক্ষণ

চাঁদাবাজি, মানুষের সাথে ভয়ানক আচার-আচরণ ও অঙ্গভঙ্গি পরিহার করে সমাজের সাধারণ মানুষের মত স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও কর্মমুখী হতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ।

সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন: তৃতীয় লিঙ্গের মানুষকে বাদ দিয়ে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার কথা ভাবছে না সরকার।

এই  জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষ জনবল তৈরী করার লক্ষ্যে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।

সমাজ সেবা অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক মোহাম্মদ সাইদুল আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন সহ অন্যরা।

তৃতীয় লিঙ্গের মানুষদের ৫০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় সেলাই, বিউটিফিকেশন, কম্পিউটারসহ হাতের কাজের নানা প্রশিক্ষণ দেয়া হবে।

চট্টগ্রামজেলা প্রশাসনতৃতীয় লিঙ্গপ্রশিক্ষণ