‘স্বাধীনতা নিয়ে ভয়ডরহীন থাকলে আরও সাফল্য আসবে’

ঘরের মাঠে অদম্য শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। সবশেষ নয় ওয়ানডে সিরিজের আটটিতে জিতেছে টিম টাইগার্স। চণ্ডিকা হাথুরুসিংহে কোচ হয়ে ফেরার পর আবারও সাফল্যের পথ দেখতে শুরু করেছে লাল-সবুজের দলটি। খেলোয়াড়রা স্বাধীনতা পেয়ে আগ্রাসী থাকতে পারলে সাফল্য নিয়মিতই ধরা দেবে, মনে করেন বাংলাদেশের সবচেয়ে সফল হেড কোচ।

‘বাংলাদেশের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করছে, ব্যাপারটা আমি এভাবে দেখি না। আমরা কীভাবে ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা খেলতে চাই আক্রমণাত্মক ক্রিকেট। এটার মানে এই নয় যে বলকে জোরে আঘাত করলাম। অ্যাগ্রেসিভ কথাটা আমি ব্যাপক অর্থে বুঝিয়ে থাকি। সিলেকশনে আক্রমণাত্মক হতে হবে, ফিল্ডিংয়ে, ব্যাটিং, বোলিং, শারীরিক ভাষায়, টেকটিক্যালি আমরা আগ্রাসী হতে চাই।’

‘এর ফল কী হয় সেটি নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। বাংলাদেশ যদি আক্রমণাত্মক খেলে স্বাধীনতা নিয়ে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দল সবসময়ই ভালো করবে।’

হাথুরুসিংহে প্রথমবার কোচ হয়ে আসার পর বাংলাদেশকে ভাসান সাফল্যের স্রোতে। একের পর এক ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারায় টাইগাররা। ভয়ডরহীন ক্রিকেট খেলার চ্যালেঞ্জ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে টিম টাইগার্স।

টি-টুয়েন্টিলিড স্পোর্টসহাথুরুসিংহে