স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সড়কের শৃঙ্খলা ফেরাতে টাস্কফোর্স

সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে কমিটি যে ১১১ দফা প্রস্তাবনা দিয়েছিলো তাতে সামান্য কিছু সংশোধনী এনে গ্রহণ করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। আর তা বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রধান করে গঠন করা হয়েছে ২০ সদস্যের শক্তিশালী টাস্কফোর্স।

বৃহস্পতিবার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা শেষে এ তথ্য জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন: শাজাহান খানের নেতৃত্বে যে কমিটি গঠন করে দেয়া হয়েছিলো, তাতে সমান্য কিছু সংশোধনী দিয়ে প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয়েছে। প্রস্তাবনাগুলো বাস্তবায়নে আমরা একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রধান থাকবেন। আমাদের সড়ক বিভাগের যে সচিব তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন এবং এছাড়া সড়কের সঙ্গে যে সংগঠন ও সংস্থাগুলো জড়িত তাদের সদস্যরাও এ টাস্কফোর্সে থাকবেন।

তিনি আরও বলেন: প্রস্তাবনাগুলো বাস্তবায়নে একটি শক্তিশালী টাস্কফোর্সের প্রয়োজন, সেটাই আমরা করেছি। এছাড়া একনেক আমাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনার অনুমোদন করেছে। মহাসড়কে বিশ্রামাগার তৈরির যে বিষয়টি ছিলো সেটা একনেকে অনুমোদন হয়েছে। ওভারলোডের জন্য সড়কের যে ক্ষয়-ক্ষতি হচ্ছে ২৮টি এক্সসেল লোড স্টেশন নতুন করে নির্মান করা হবে।

এসময় সড়কে সক্ষমতা বাড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন: সড়কে যে ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা এতদিন ফেস করেছিলাম, সেটা সমাধানের একটা জায়গায় আমরা এসেছি। এছাড়া ঢাকা-সিলেট রোডে চার লেন করার যে দাবি অনেক দিনের, সে কাজটাও শুরু হবে কিছুদিনের মধ্যে। এখানে অর্থায়ন করবে এডিবি, গতকালই তারা এটা আমাদের জানিয়েছে। এছাড়া, ফরিদপুর-বরিশাল এবং এলেঙ্গা-রংপুর ফোর লেনের রাস্তার কাজ আমরা শুরু করতে যাচ্ছি।

ওবায়দুল কাদেরনিরাপদ সড়ক