স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পরাধীনতার দুয়ার ভেঙ্গে সেদিন এসেছিলো এক জ্যোতির্ময় দিন। বাঙ্গালীর স্বাধীনতা পূর্ণ হয়েছিল সেদিনই, যেদিন স্বাধীন বাংলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, ফিরেছিলেন বীরের বেশে।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছোটবোন শেখ রেহানাকে নিয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু কন্যা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সাম্প্রদায়িকতা প্রধান অন্তরায়। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের এই দিনে দেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের বিভিন্ন সহযোগি সংগঠন শ্রদ্ধা জানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে।

ওবায়দুল কাদেরজাতির পিতাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীর