নেটফ্লিক্সের জন্য বছরে একাধিক ছবি বানাবে স্পিলবার্গের প্রযোজনা প্রতিষ্ঠান

স্টিভেন স্পিলবার্গের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আম্বলিন পার্টনার্স’-এর সাথে চুক্তি হয়েছে নেটফ্লিক্সের। এই প্লাটফর্মের জন্য একাধিক সিনেমা তৈরির চুক্তি করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

নেটফ্লিক্সের ওয়েবসাইট থেকে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, এই দুই কোম্পানির পার্টনারশিপে বছরে কয়েকটি নতুন ফিচার ফিল্ম তৈরি করা হবে।

স্পিলবার্গের সঙ্গে নেটফ্লিক্সের এমন চুক্তিতে অবাক হয়েছেন অনেকেই। কারণ, কয়েকবছর আগে অস্কারে যখন ‘রোমা’ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, তখন স্টিভেন স্পিলবার্গ স্ট্রিমিং সিনেমার বিপক্ষে কথা বলেছিলেন।

তিনি বলেছিলেন, ‘যদি টেলিভিশন ফরম্যাটে সিনেমা তৈরি করে থাকেন, তবে তা এমি পুরস্কারের আসরে যেতে পারে, অস্কার নয়।’

স্ট্রিমিং-এ আম্বলিন নতুন নয়। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি এর আগেও সফলভাবে স্ট্রিমিং প্লাটফর্মে দেখানো হয়েছে। তার মাঝে নেটফ্লিক্সের ‘দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন’ অন্যতম।

তবে ‘আম্বলিন পার্টনার্স’-এর সব ছবিই কিন্তু স্পিলবার্গের তৈরি নয়। অন্যান্য পরিচালকের তৈরি ছবিও প্রযোজনা করে এই প্রতিষ্ঠানটি। তাই নেটফ্লিক্সে প্রতিবছর স্পিলবার্গের একাধিক ছবি আসছে কিনা তা নিশ্চিত নয়, নির্মাণ করতে পারেন অন্য কেউ।

অস্কারনেটফ্লিক্সলিড বিনোদনস্টিভেন স্পিলবার্গ