সৃষ্টিকর্তা মাফ করলেও আমলাতন্ত্র ছাড় দেয় না: তথ্যমন্ত্রী

বিশেষ ব্যক্তিকে আইনের ঊর্ধ্বে রাখার সংস্কৃতি ও লাগাতার তদবিরকে পরিহার করতে আমলাদের আহ্বান জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। মন্ত্রী বলেন, সৃষ্টিকর্তা কাউকে মাফ করলেও বুরোক্রেসি কাউকে ছাড় দেয় না।

পাবলিক সার্ভিস কমিশন এবং তথ্য কমিশন নিয়ে সেমিনারের আয়োজন করে ব্রাক বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আলোচকরা বলেন, এক সময় তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলেও এখন তা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

পিএসসি চেয়ারম্যন শা’দত হোসাইন বলেছেন, প্রশাসনের চারটি স্তর ঠিক থাকলে সুশাসন প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী, মন্ত্রী, সচিব এবং যুগ্ম সচিব স্তরে দুর্নীতি না থাকলে অন্যান্য স্তরেও কেউ দুর্নীতি করতে সাহস পায় না।তথ্যমন্ত্রী বলেন, অনেক সময়ই সরকারি কর্মকর্তারা বলেন তারা রাজনীতি বোঝেন না। আমলাদের চোখের সামনে সামরিক বাহিনী ক্ষমতায় বসেছে। অথচ সংবিধান বলেই দিয়েছে আমলাদের কাজ কী। তার সম্মান তারা করছেন না।

‘উপরের চাপ’ এর কারণে কাজ করতে না পারা এবং মুখের কথায় প্রশাসন চালানোকে সমস্যা উল্লেখ করে আমলাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা নিশ্চিত করা এবং তদবির সংস্কৃতি পরিহার করার পরামর্শ দেন তথ্যমন্ত্রী।

আইনের ঊর্ধ্বে কেউ নয় এই কথা মনে করিয়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাধু সাবধান।

তথ্য মন্ত্রী আরো বলেন, কেউ কেউ বাংলাদেশকে দু’ভাগ হয়েছে বললেও আসলে বাংলাদেশের সবাই এক। কিছু মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসী পথে দেশকে বিভক্ত করতে চাইলেও তারা কখনোই সফল হবে না।

তথ্যমন্ত্রীহাসানুল হক ইনু