সৃজিতের নির্মাণে বাংলাদেশের তিন তারকা

এক রহস্যময়ী নারীর প্রহেলিকাময় জগতের গল্প আছে বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা থ্রিলারধর্মী উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ বইটিতে। যে বইটি নিয়ে এবার ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিলেন পশ্চিম বঙ্গের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জী।

চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ বইটির লেখক নাজিম উদ্দিন। তিনি বলেন, প্রায় দেড় বছর আগে থেকেই সৃজিত মুখার্জী আমার ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’  বইটি নিয়ে কাজ করতে চাইছেন। শুরু থেকেই আমার তরফ থেকে কোনো আপত্তি ছিলো না। কথা মোটামুটি পাকাপোক্তই ছিলো।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’  এর কাস্টিং কিংবা বর্তমান অবস্থা নিয়ে খুব একটা জানা নেই বলেও জানান এই লেখক। তিনি বলেন, আমি যতদূর জানি, এখন চিত্রনাট্য নির্মাণ চলছে। তবে এটিতে কারা কাজ করবেন, এটা আমার জানা নেই।

এদিকে সোমবার পশ্চিম বঙ্গের শীর্ষস্থানিয় সংবাদমাধ্যম আনন্দ বাজার জানিয়েছে, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নিয়ে জনপ্রিয় প্লাটফর্ম হইচইয়ের জন্য ওয়েব সিরিজ নির্মাণ করছেন সৃজিত। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের তারকা অভিনেত্রী পরীমনি। কাস্টিংয়ে নাম আছে অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও কলকাতার অনির্বাণ ব্যানার্জী।

বিষয়টি নিশ্চিত করে অভিনেতা চঞ্চল চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, হ্যাঁ, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ নিয়ে কাজ করতে যাচ্ছেন সৃজিত। আমার সাথেও ইতোমধ্যে ফাইনাল কথা হয়েছে। চলতি বছরের শেষ দিকে শুটিংয়ে যাওয়ার কথা।

‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটির দ্বিতীয় সিকুয়েল ‘রবীন্দ্রনাথ এখানে কখনও আসেননি’।

চঞ্চল চৌধুরীপরীমনিমোশাররফ করিমলিড বিনোদনসৃজিত