সুস্মিতা সেন এখন ঢাকায়

তৃতীয়বারের মতো ঢাকায় এসেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২ টা ২০ মিনিটের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে উঠেছেন লা মেরিডিয়ান হোটেলে।

বর্তমানে বলিউডের এই জনপ্রিয় নায়িকা সেখানে বিশ্রাম নিচ্ছেন। ‘মিস ইউনিভার্স’-এর চেয়ারম্যান রিজওয়ান বিন ফারুক চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন। সুস্মিতা সেনের ঢাকায় আসার মূল উদ্দেশ্য ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক হিসেবে যোগ দেয়া।

রিজওয়ান বিন ফারুক বলেন, অনুষ্ঠান শেষ করে রাতের ফ্লাইটে বাংলাদেশ ছাড়বেন সুস্মিতা সেন। আয়োজনের সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান জানায়, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন সুস্মিতা সেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।

দেশে প্রথমবারের মতো আয়োজিত এ সুন্দরী প্রতিযোগিতার আসর প্রায় ২ মাস ধরে চলেছে খোঁজ, বাছাই ও প্রশিক্ষণ।

বেছে নেওয়া হয়েছে সেরা ১০ জন প্রতিযোগী। এবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বেছে নেওয়ার পালা। আগামী ১৯ ডিসেম্বর বসবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। যিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন যিনি হবেন, তিনি দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন হলে বসছে ‘মিস ইনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে। জানা যাবে কে হচ্ছেন প্রথম ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এবং কে হবেন বাংলাদেশে প্রতিনিধি। সেখানেই উপস্থিত থাকবেন সাবেক এই মিস ইউনিভার্স সুস্মিতা সেন। চ্যাম্পিয়নের মাথায় পরিয়ে দেবেন মুকুট।

এই প্রতিযোগিতার সেরা ১০-এ যারা আছেন তারা হলেন তামান্না ইসরাত সোহানী, মারিয়া মুমু, সানোবার তাইফা, আফলা আম্রান, শিরিন আক্তার শিলা, জেসিয়া ইসলাম, স্মৃতি আক্তার, ইরানা ইশরাত, আলিশা ইসলাম, তসিবা আনিতা ইসলাম। গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে আরও থাকবেন সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, তুতলি রহমান, রুবাবা দৌলা ও ফারজানা চৌধুরী প্রমুখ।

জেসিয়া ইসলামবলিউডমিস ইউনিভার্সমিস ইউনিভার্স বাংলাদেশলিড বিনোদনশেখ হাসিনাসুস্মিতা সেন