সুসংবাদ দায়িত্ব বাড়িয়ে দিল নতুন সরকারের

টানা তৃতীয় মেয়াদে ও চতুর্থ বারের মতো রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট। নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা আজ শপথ নিয়েছেন। এই শপথের দিনে জাতি পেয়েছে আরেকটি সুসংবাদ। বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের সূচকে সবগুলো দেশের মধ্যে অতীতের চেয়ে নতুন বছরে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

বিশ্বের ১৯৩টি দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে গবেষণা সূচক প্রকাশ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল (ডব্লিউইএলটি)। সূচকে এ বছর সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১। গত বছরের সূচকে যা ছিল আরেকটু পিছিয়ে ৪৩তম অবস্থানে। বিষয়টি খুবই ইতিবাচক।

এছাড়া আরেকটি আশা জাগানিয়া তথ্য তারা দিয়েছে, অর্থনীতির ধারা এভাবে চলতে থাকলে ২০৩৩ সাল নাগাদ বাংলাদেশ পৌঁছে যাবে তালিকার ২৪ নম্বর দেশের জায়গায়।

বিভিন্ন খাতে কিছু টুকটাক অসঙ্গতি থাকলেও বিগত কয়েক বছর ধরে দেশে যে ধারায় উন্নয়ন আর অগ্রগতি বজায় রয়েছে, তা দেশকে এ অবস্থায় নিয়ে গেছে বলে আমাদের ধারণা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য ও বলিষ্ট নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সূচকের এই অগ্রগতি অনেকটাই স্বাভাবিক। নতুন সরকারের শপথের দিনে এই সুসংবাদ নতুন সরকারের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সূচকের মান ধরে রাখাসহ তা আরও সামনের দিকে নিয়ে যেতে তাদের আরও নিষ্ঠা ও কার্যকরভাবে কাজ করতে হবে বলে আমরা মনে করি। সামনের দিনগুলিতে এ অবস্থার আরও উন্নতি হবে, সে লক্ষ্যে নতুন সরকার সচেষ্ট থাকবেন বলে আমরা আশাবাদী।

আওয়ামী লীগ