সুরসপ্তকের কুড়ি বছর, সম্মাননা পাচ্ছেন যারা

কুড়ি বছর পূর্ণ করতে যাচ্ছে সংগীত শিক্ষাপ্রতিষ্ঠান ‘সুরসপ্তক’। দিনটি স্মরণীয় করে রাখতে নানান আয়োজন করছেন এর প্রতিষ্ঠাতা, পরিচালক ও অধ্যক্ষ কণ্ঠশিল্পী ফেরদৌস আরা। এদিন বর্ণাঢ্য আয়োজনে বর্ষপূতি উদযাপন ছাড়াও গুণী ও তরুণ শিল্পীদের সন্মাননা প্রদান করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

১৪ মার্চ বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথিতযথা দুই কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আবদুল হাদীকে দেওয়া হবে শ্রদ্ধাঞ্জলি সম্মাননা।

এর পাশাপাশি প্রয়াত বরেণ্য কণ্ঠশিল্পী সুধীন দাস, সোহরাব হোসেন, খালিদ হোসেন, ফিরোজা বেগম, নীলুফার ইয়াসমিন ও ফেরদৌস আরার চাচা সুরসপ্তকের উপদেষ্টা এবিএম আবদুর শাকুরের সম্মাননা তাদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

এ ছাড়া সম্মাননা দেওয়া হবে বরেণ্য কণ্ঠশিল্পী শাহীন সামাদ, খায়রুল আনাম শাকিল ও নাশিদ কামালকে। তরুণ দুই শিল্পী দিলশাদ নাহার কনা, ইউসুফ আহমেদ খান এবং সুরসপ্তকের শিক্ষদেরও সম্মাননা প্রদান করা হবে বলে ফেরদৌস আরা জানান।

আব্দুল হাদীইউসুফ আহমেদ খানখালিদ হোসেননীলুফার ইয়াসমিনফিরোজা বেগমফেরদৌস আরাফেরদৌসী রহমানলিড বিনোদনসুধীন দাসসোহরাব হোসেন