সুন্দরবনে রেড এলার্ট, বন কর্মকর্তাদের ছুটি বাতিল

ঈদকে সামনে রেখে এবারো সুন্দরবনে শিকার ও পাচার প্রতিরোধে রেড অ্যালার্ট জারি করেছে বন বিভাগ। সুন্দরবনের দুই বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে টহল ও মনিটরিং ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

সুন্দরবন ঘিরে ৩০টি শিকারী ও চোরাকারবারী চক্র বাঘ-হরিণসহ বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ পাচারে সক্রিয় রয়েছে। ঈদে এদের অপতৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি পর্যটকের বেশে এসময় সুন্দরবনে ডুকে নানা অপকর্ম করার নজিরও আছে। তাই এবারো সুন্দরবনজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে বন বিভাগ।

পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা রক্ষায়ও সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনী। তবে সুন্দরবন রক্ষায় আরো জনবল নিয়োগ এবং বনরক্ষীদের সক্ষমতা বাড়ানো পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

বন