সিলেটে মৃত বন্দীর করোনা পজিটিভ, কোয়ারেন্টাইনে অন্য হাজতিরা

সিলেট কেন্দ্রীয় কারাগারের এক বন্দী মারা যাওয়ার পর তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

ফলাফল পজিটিভ আসায় কারাগারের প্রায় ১২০ জন হাজতি ও কর্মকর্তা-কর্মচারীকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের সকলের নমুনা সংগ্রহ করে করোনা টেস্ট করা হবে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের হত্যা মামলার এক আসামী গত ১০ মে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

এদিন তার শরীরের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়।

১১ মে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি কানাইঘাট থানার একটি খুনের মামলায় গত দুই মাস ধরে জেল-হাজতে ছিলেন।

জানা গেছে, কানাইঘাট উপজেলায় একটি খুনের মামলায় গত ৫ মার্চ তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। গত ৮ মে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে শামসুদ্দিন আহমদ হাসপাতালে নেয়া হয়।

করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকারাগারসিলেট