সিলেটে পাল্টাপাল্টি অভিযোগে চলছে নির্বাচনী প্রচারণা

সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই চলছে নির্বাচনী প্রচারণা।

ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী বলছেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানা অভিযোগ করছে। আর বিএনপি প্রার্থীর দাবি, নেতাকর্মীদের গ্রেপ্তারের কারণে ব্যাহত হচ্ছে নির্বাচনী প্রচারণা।

শনিবার সিলেটে প্রধানমন্ত্রীর জনসভার পর প্রধানমন্ত্রী সিলেটবাসীর সব দাবি মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনের আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ড. একে আব্দুল মোমেন।

রোববার দুপুরে সিলেটের দরগাহ গেইট এলাকায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এ সময় মোমেন বলেন: বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একের পর এক অভিযোগ দিয়ে যাচ্ছে।

নগরীর আল-হামরা শপিং সিটিতে গণসংযোগের পর নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেন বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, প্রতিদিনই তার দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

একাদশ জাতীয় নির্বাচননির্বাচনী প্রচারণাসিলেট