সিলেটের শুরু, মাশরাফীর শেষ?

‘আলোচিত’ ওয়ানডে শুক্রবার

সিলেট থেকে: টি-টুয়েন্টি অভিষেক বছরের শুরুর দিকে। কিছুদিন আগেই ঘটা করে হয়েছে টেস্ট অভিষেক। এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। শুক্রবার দুপুর ১২টায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-উইন্ডিজ।

যে ভেন্যু টেস্টের অভিজাত আঙিনায় নাম লিখিয়েছে সেখানে ওয়ানডে হবে, সেটি স্বাভাবিক প্রক্রিয়া। ভেন্যুর অভিষেক নিয়ে তাই জনমনে খুব রোমাঞ্চ কাজ করার কথা না। তবে বিশেষ আরেকটি কারণে শুক্রবারের ম্যাচ ঘিরে উত্তেজনা-উৎকণ্ঠা-রোমাঞ্চের রেণু ছড়াচ্ছে সিলেটবাসীর মনে-প্রাণে। ইংল্যান্ড বিশ্বকাপ খেলে যদি মাশরাফী বিন মোর্ত্তজা অবসর নিয়ে ফেলেন, তাহলে এটিই যে দেশের মাটিতে অধিনায়কের শেষ ওয়ানডে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

মাশরাফী ঘোষণা দেননি ২০১৯ বিশ্বকাপের পর আর খেলবেন না। তবে নানা কথায় জানিয়েছেন, ক্যারিয়ারের গোধূলিলগ্নের কথা। দেশের ক্রিকেট মহানায়কের শুক্রবারের ম্যাচ দেখতে সিলেটের মানুষের সীমাহীন আগ্রহ। শহরের দরগা গেটে ইউসিবি ব্যাংকের বুথে দেখা মিলল অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের বিশাল লাইন। স্টেডিয়ামের গেটে সরাসরি টিকিট সংগ্রহ করতে এসেছেন হাজারও মানুষ। টিকিট হয়ে উঠেছে সোনারহরিণ!

বছরের শেষ ওয়ানডে রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। যেন এক অলিখিত ফাইনাল। তবে সব ছাপিয়ে সবার চোখ মাশরাফীর দিকেই। এটিই হবে দেশের জার্সিতে নড়াইল এক্সপ্রেসের ২০০তম ওয়ানডে। তাছাড়া এই ম্যাচের মধ্য দিয়েই ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক গড়বেন সবচেয়ে বেশি ওয়ানডেতে লাল-সবুজদের নেতৃত্ব দেয়ার রেকর্ড। এতসব উপাদানের মিশ্রণে বছরের সবচেয়ে আলোচিত ম্যাচের তকমা পাচ্ছে সিলেট-লড়াই!

ওয়ানডে সংস্করণে এ বছর দারুণ কাটিয়েছে বাংলাদেশ। ১৯ ম্যাচে এসেছে ১২ জয়। ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে দুটিতেই জয় পেয়েছে টাইগাররা। দারুণ বছরটির শেষ ম্যাচ নিজেদের করে সিরিজ জিতেই শেষ করতে চান মাশরাফী।

‘জয় দিয়ে শেষ করতে পারলে ভালো হবে। প্রথম ম্যাচের পর বলেছিলাম, এ বছরের জয়ের পার্সেন্টেজ বেশ ভালো। জয় দিয়ে শেষ করতে পারলে খুব ভালো হবে। পাশাপাশি খুব বড় একটা টুর্নামেন্ট জেতার সুযোগ ছিল। বছরের শুরুতেও একটা ত্রিদেশীয় সিরিজ হেরেছি। এছাড়া সব মিলিয়ে আমার কাছে মনে হয় ওয়ানডে ফরম্যাট বেশ ভালো গিয়েছে। শেষটাও উইনিং সাইডে থাকতে পারলে ভালো হবে।’

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা সুখকর হয়নি বাংলাদেশের। দুটি ম্যাচই হারতে হয়েছে টাইগারদের। তবে এবার ফেভারিট সংস্করণ আর মাশরাফীর নেতৃত্বের কারণেই জয়ের দিকে তাকিয়ে সকলে।

গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে ওয়ানডে অধিনায়কও তাকাতে চান সামনেই, ‘পেছনেরটা মনে করে কোনো লাভ নেই। কালকে আমাদের নতুন ম্যাচ। নতুন কিছু। খুব ব্যাকফুটে আছি তাও না। ১-১ সমতায় আছে। সিরিজ নির্ধারণী ম্যাচ। এটা এমন না যে আমাদের সবকিছু হারিয়ে যাচ্ছে। ইতিবাচক খেলতে হবে। ওরা সেরা ক্রিকেট খেলবে কালকে। আমাদেরকেও সেরা ক্রিকেট খেলতে হবে। এ গ্রাউন্ডে আগে কী হয়েছে সেটা ভেবে মাঠে নামলে আরও খারাপ হবে।’

একই ছকে প্রথম দুই ওয়ানডে খেলা বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। বাঁচা-মরার ম্যাচে রুবেল হোসেনের জায়গায় খেলতে পারেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর ইমরুল কায়েসের জায়গায় থাকতে পারেন মোহাম্মদ মিঠুন। এমন হলে গেল দুই ম্যাচে ছয় নম্বরে ব্যাট করা সৌম্য সরকার প্রমোশন পেয়ে নামতে পারেন তিনে।

মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস