সিরিজ জয়ের স্বপ্ন বুনে পাকিস্তান গেল টাইগাররা

তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার রাতে বাংলাদেশ বিমানের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে লাহোরের উদ্দেশে দেশ ছাড়েন মাহমুদউল্লাহ-তামিমরা।

বাংলাদেশ দলকে বহনকারী বিমান ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বুধবার রাত ৮টায়। ক্রিকেটারদের পাকিস্তানে পৌঁছানোর কথা স্থানীয় সময় রাত ১০.৩০ মিনিটে। বিমানের ভাড়া করা চার্টার্ড ফ্লাইটেই ২৮ জানুয়ারি দেশে ফিরবেন সৌম্য-লিটনরা।

পৌঁছে বৃহস্পতিবার একদিনের প্রস্তুতি পর্ব সারবে টিম টাইগার্স। শুক্রবারই নেমে পড়বে ব্যাট-বলের লড়াইয়ে। সিরিজের তিন ম্যাচই লাহোরে- ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।

বাংলাদেশ দল পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজের সফরটি করবে তিন দফায়। শুরুতে তিন টি-টুয়েন্টি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে একটি টেস্ট ও এপ্রিলে আরেকটি টেস্ট আর একটি ওয়ানডে খেলতে দেশটিতে যাবে ক্রিকেটাররা।

২০১৬ বিশ্বকাপে শেষ দেখা। দীর্ঘ বিরতির পর আবারও পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। দুদলের সবশেষ তিন দেখায় দুটিতে জেতা লাল-সবুজের দল সিরিজ জিতে ফেরার স্বপ্ন বুনছে।

বাংলাদেশ টেবিলের নয়ে, পাকিস্তান অবশ্য আইসিসির টি-টুয়েন্টি টেবিলের শীর্ষে। যদিও ছোট সংস্করণের ক্রিকেটে ভালো সময় কাটছে না তাদের। রেজাল্ট আসা শেষ ৯ ম্যাচে জয় কেবল একটি, পিঠে পাকিস্তান হেরেছে ৮টিতে।

কিছুদিন আগে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে দলটি, পুনর্গঠনের মধ্য দিয়ে যেতে থাকা শ্রীলঙ্কার তরুণ এক দলের বিপক্ষে। লঙ্কানরা আছে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ঠিক উপরের ঘরেই। সাম্প্রতিক সময়ে যাদের বিপক্ষে দাপুটে ক্রিকেট খেলেছে টাইগাররা।

যাওয়ার আগেরদিন টি-টুয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ আশা দিয়েছেন ভালো কিছু প্রদর্শনের। চোখ সিরিজ জয়ে।

‘আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি-টুয়েন্টিতে তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয় যেভাবে আমরা ক্রিকেট খেলছি, শেষ কয়েকটি সিরিজে, আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ উপহার দিতে পারব। আমরা সিরিজ জেতার চেষ্টা করব।’

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

ওটিস গিবসনবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টস