সিনেপ্লেক্সের পর্দায় ঢাকা অ্যাটাক, কৃষ্ণপক্ষ ও দেবী

৭ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া চলচ্চিত্র সপ্তাহ শেষ হবে আগামি বৃহস্পতিবার (১২ নভেম্বর)।

প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের তিনটি শাখায় চলছে বিভিন্ন সময়ে মুক্তি পাওয়া সাড়া জাগানো তিনটি বাংলা চলচ্চিত্র। চলচ্চিত্রগুলো হলো দীপংকর দীপন পরিচালিত সুপারহিট ছবি ঢাকা অ্যাটাক, মেহের আফরোজ শাওন পরিচালিত কৃষ্ণপক্ষ এবং অনম বিশ্বাসের বহুল আলোচিত দেবী।

এরমধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরাতে দিনব্যাপী তিনটি শো চলছে ‘ঢাকা অ্যাটাক’ এর। দুপুর ১টা ১৫, বিকেল ৪টা ১০ এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চলবে শোগুলো।

স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারেও একই সময়ে তিনটি শো চলছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটির। এদিকে একই সময়ে স্টারসিনেপ্লেক্সের নতুন শাখা মহাখালির এসকেএস টাউয়ারে চলছে জয়া আহসান ও চঞ্চল চৌধুরী অভিনীত বহুল প্রশংসিত ছবি ‘দেবী’।

শনিবার (৭ নভেম্বর) স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও এসকেএস শাখাতে দর্শক দিনব্যাপী তিনটি শোতে দেখতে পারবেন অমিতাভ রেজা পরিচালিত সুপারহিট ছবি ‘আয়নাবাজি’। এদিন সীমান্ত সম্ভারে চলবে শাকিব খান অভিনীত যৌথপ্রযোজনার ছবি ‘শিকারি’।

অনম বিশ্বাসআয়নাবাজিজয়া আহসানদীপংকর দীপনদেবীবসুন্ধরালিড বিনোদনশাকিব খানশিকারিসীমান্ত সম্ভার