সিনেটে আধিপত্য পেতে জর্জিয়ায় তুমুল লড়াই

রিপাবলিকান না ডেমোক্র্যাট? মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে- তা নির্ধারণ করবে জর্জিয়া অঙ্গরাজ্যের দুটি সিনেট আসনের ফলাফল। জয় পেতে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের।

বিবিসি বলছে, শেষ খবর পর্যন্ত রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পের্ডু এবং ডেমোক্র্যাট দলীয় রাফায়েল ও ওয়ার্নক আর জোন ওসোফের মধ্যে চলছে এই লড়াই।

এরই মধ্যে রাজ্যের ১৫৯ কাউন্টির ৮৮ শতাংশ ব্যালট গণনা সম্পন্ন হওয়ার পর দেখা যাচ্ছে লড়াই চলছে সমানে সমানে।

মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টিকে জিততে হবে দুটি আসনে। আর বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে একটি আসনে জিতলেই চলবে।

গত ৩ নভেম্বর নির্বাচনে এই চার প্রার্থীর মধ্যে কেউ সংখ্যাগরিষ্ঠ ভোট (৫০ শতাংশ) পাননি। ফলে এই অঙ্গরাজ্যে পুনরায় ভোট হচ্ছে।

জর্জিয়ামার্কিন নির্বাচনসিনেট