সাভারে স্ট্রবেরির ভাল আবাদ

সাভারে স্ট্রবেরির ভাল আবাদ

অনলাইন ডেস্ক: সাভারে এ বছর স্ট্রবেরির ভালো আবাদ হয়েছে । অনেক কৃষক আগ্রহী হচ্ছে স্ট্রবেরি চাষে। । সাভারের পূর্ব রাজাশন ও কলমা গ্রামের কৃষকরা এবছর এক হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। গ্রামের আগ্রহী কৃষক তারেক তার ৩ বিঘা জমিতে এ বছর স্ট্রবেরির আবাদ করেন। প্রতি বিঘায় ৫ হাজার করে চারা রোপন করেন তিনি । ৩ বিঘায় ১৫ হাজার স্ট্রবেরি গাছ থেকে উৎপাদন হয়েছে ৪ হাজার কেজি স্ট্রবেরি। স্ট্রবেরি চাষী তারেক বলেন,মাসে ৫ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করতে পারলে কমপক্ষে ১ লাখ টাকা আয় করা সম্ভব। চারা বিক্রি করে অনেক টাকা লাভ করা যায়। প্রথম বছরই কৃষক জৈব সার ব্যবহার করে স্ট্রবেরির আবাদ করেছেন । স্থানীয় স্ট্রবেরি কৃষকদের কেউ কেউ বলেন, স্ট্রবেরির ফলন ভালো হয়। এতে বেচা কেনাও ভারো হয়। গ্রামের অনেক বেকার লোকের জীবিকা অর্জনের পথ হয়েছে।সাভারের কৃষি কর্মকর্তা এম এম এ সালাম বলেন,কৃষকরা স্ট্রবেরি চাষ করে লাভবান হচ্ছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের প্রযুক্তিগত ও বীজ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি।এ বছর থেকেই বাণিজ্যিক ভিত্তিতে স্ট্রবেরি বাজারজাত করা সম্ভব বলে আশা করছে কৃষক ।