সানগ্লাসে ক্যামেরা, ছবির সঙ্গে হবে ভিডিও

প্রথমবারের মতো ক্যামেরার সহ সানগ্লাস বানানো ঘোষণা দিয়েছে মেসেজিং অ্যাপস ফার্ম স্ন্যাপচ্যাট।

চলতি বছরের শেষ দিকে কোম্পানির দেয়া ‘চশমা’ নামের এই ডিভাইসটি বাজারে বিক্রি হবে। এর মূল্য ধরা হয়েছে ১৩০ ডলার।

এই  সানগ্লাস ছবি তোলার পাশাপাশি একই সময়ে ১০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করতে পারবে। কোম্পানির আশা এই চশমা তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হবে।

ডিভাইসটি তৈরি করেছেন ইভান স্পিগেল নামের এক ২৬ বছরের তরুণ। আর সেই চশমা ক্যামেরায় ছবি তুলেছেন কিংবদন্তি  ফটোগ্রাফার কার্ল ল্যাঙ্গারফিল্ড।

ক্যামেরাচশমা